মেহেরপুরের টুকিটাকি

ছবি-২। গনসংযোগকালে এমপি অধ্যাপক ফরহাদ হোসেন।
অধ্যাপক ফরহাদ হোসেন এমপির মেহেরপুর শ্যামপুর গ্রামে গণসংযোগ
মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামে গণসংযোগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও করেছেন। গতকাল সোমবার বিকেলে শ্যামপুর বাজারে গণসংযোগের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, ইউপি সদস্য আকতার হোসেন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি-৩। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
মেহেরপুর কোলা গ্রামবাসীর পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামবাসীর উদ্যোগে গতকাল সোমবার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গ্রাম আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংবর্ধিত নেতা জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। এর আগে গ্রামবাসীর পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ছবি-৪। পুলিশের মাঝে সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসান।
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামির আদালতে আত্মসমর্পণ
মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসান আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর বিশেষ স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক চৌধুরী মো. মাহাবুবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে সে। বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের এনামুল হক ঠা-ুর ছেলে মেহেদী হাসান ২০১০ সালের ২৮ এপ্রিল একটি দেশীয় তৈরি রিভলবারসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। ওই মামলায় গত ৭ ফেব্রুয়ারি আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদ- দেন।

মুজিবনগরের দিনব্যাপী কৃষাণী প্রশিক্ষণ
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে কৃষানীদের নিয়ে সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরাম্বিত করন (এভিপিআই) প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উন্নত কৃষি ব্যবস্থাপনার ওপর কৃষাণীদের দুই দিনব্যাপী প্রশক্ষিণ অনুষ্ঠিত হয়েছে। গত  রোববার দুপুরে মোনাখালী মধ্যপাড়ায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোফাক্খারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার খসরু আলম, প্রশিক্ষক ছিলেন ফিল্ড মনিটরিং অফিসার হাবিবুর রহমান।