এডাব খুলনা জেলা শাখার আয়োজনে আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা

 

গতকাল শনিবার খুলনায় অ্যাওসেড সভাকক্ষে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের শীষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন এডাব জেলা শাখার সভাপতি বনফুলের নির্বাহী পরিচালক জাকিয়া আখতার হোসেন। সভা পরিচালনা করেন এডাব খুলনা জেলার সদস্য সচিব পরিবর্তন-খুলনার এম নাজমুল আজম ডেভিড। বক্তব্য রাখেন- সিএসএস’র পরিচালক সাজ্জাদুল করিম পান্থ, মৃৎ শিল্প উন্নয়ন সংস্থার অসীম কুমার পাল, কারিতাস বাংলাদেশের পবিত্র কুমার মণ্ডল, এওসেড’র শামীম আরফীন, পথিকৃত’র কিউ এস ইসলাম মুক্ত, দিপ্তী ফাউন্ডেশনের রাফায়েল খান, পরিবতন-খুলনার মোস্তাফিজুর রহমান বাবু, পথিকৃত’র অনামিকা দাস পপি, মায়ের আচঁল’র রাণী সুলতানা, নবলোক’র রিয়াদুল করিম, অ্যাওসেড’র সৈয়দ মুক্তাদিরুল ইসলাম, হেলেনা খাতুনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন এডাব আঞ্চলিক সমন্বয়কারী রেজাউল করিম।