দামুড়হুদা আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি টগর

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ৩য় ও ৪র্থ তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে ওই ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা চের্ম্বাস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের সভাপতি মো. ইয়াকুব হোসেন মালিক, কলেজের প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, অধ্যক্ষ কামাল উদ্দীন, উপাধ্যক্ষ জিন্নাত আলী, জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, দর্শনা পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক এমপির সহোদর আলী মুনসুর বাবু, কলেজ গভর্নিং বডির সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, ইসমাইল হোসেন, আব্দুল জব্বার, ঠিকাদারি প্রতিষ্ঠানের পার্টনার রেজাউল হক জোয়ার্দ্দার, ম্যানেজার সাইদুর রহমান মালিক, রমজান আলী জোয়ার্দ্দার, যুবলীগ নেতা সালাম বিশ্বাস, আব্দুস সালাম ভূট্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দীন প্রমুখ।
দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন জানান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এই কলেজের গভর্নিং বডির সভাপতি এমপি আলী আজগার টগরের প্রচেষ্টায় কলেজের ৩য় ও ৪র্থ তলা ভবন নির্মাণের জন্য শিক্ষা ও প্রকৌশল অধিদফতর কুষ্টিয়া কর্তৃক ১ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক আব্দুল আলিম।