দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দু মাদকসেবীর কারাদণ্ড

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দু মাদকসেবীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারাদ-প্রাপ্ত ওই দু মাদকসেবী হলো চুয়াডাঙ্গা জেলা শহরের রেলপাড়ার মৃত গোলাম কাইয়ুমের ছেলে গোলাম রসুল বাবু (৩০) এবং আরামপাড়ার মৃত আব্দুল হান্নানের ছেলে ফিরোজ মিয়া (৩৫)।
জানা গেছে, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন বাবু, এএসআই ফিরোজ হোসনে, এএসআই হায়দার আলী সঙ্গীয় ফোর্সসহ গতকাল সোমবার সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এবং জয়রামপুর শেখপাড়াস্থ পরিত্যক্ত ইটভাটার মধ্যে গাঁজা সেবনকালীন ওই দু মাদকসেবীকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কেই ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। মাদকসেবী বাবু ও ফিরোজ জরিমানার টাকা নগদে পরিশোধ করতে না পারায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নাজির হামিদুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।