হাটফেরাত গরু ব্যবসায়ী ও পথচারীরা গণছিনতাইয়ের স্বীকার : সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

SAMSUNG CAMERA PICTURES

চুয়াডাঙ্গার হিজলগাড়িগোলাপনগর সড়কের মোল্লাগাড়ি ব্রিজে ছিনতাইকারীদের তাণ্ডবে আহত কমপক্ষে ৩

বেগমপুর প্রতিনিধি: অপহরণের ২৪ ঘণ্টা না পেরুতেই গণছিনতাইয়ের ঘটনা ঘটলো চুয়াডাঙ্গার হিজলগাড়ি-গোলাপনগর সড়কের মোল্লাগাড়ি ব্রিজে। ছিনতাইকারীরা গরু ব্যবসায়ী ও পথচারীদের গতিরোধ করে অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়েছে নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ মালামাল। পিটিয়ে আহত করেছে ৩ জনকে। দামুড়হুদার ডুগডুগি পশুহাট ফেরত গরুব্যবসায়ী ও পথচারীরা সন্ধ্যার পরপরই ছিনতাইয়ের শিকার হন।

জানা গেছে, গতকাল সোমবার ছিলো দামুড়হুদার উপজেলার ডুগডুগি পশুহাট। হাটে গরু বেচাবিক্রি শেষে পাউয়ারটলিযোগে বাড়ি ফিরছিলেন ঝিনাইদাহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে পাউয়ারটলিচালক ইসরাফিল, গরু ব্যবসায়ী পন্ডু মণ্ডলের ছেলে খেদের আলী, মোহাম্মদ আলীর ছেলে আ. জলিল, বদর উদ্দিনের ছেলে রবিউল ইসলাম ও জাহাদ আলীর ছেলে রফিকুল। পথিমধ্যে তারা চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হিজলগাড়ি-গোলাপনগর সড়কের মোল্লাগাড়ি ব্রিজের নিকট পৌঁছুলে ১৫-১৬ জনের মুখোশধারী সশস্ত্র ছিনতাইকারী সড়কের ওপর কলাগাছ ফেলে পাউয়ারটলির গতিরোধ করে। শুরু হয় গণছিনতাই। একে একে সকলকেই অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় নগড় সাড়ে ৩ লাখ টাকা ও মোবাইলফোন। এ সময় বাধা দেয়ার চেষ্টা করা হলে ছিনতাইকারীদের হাতে আহত হতে হয়েছে গরু ব্যবসায়ী ইসরাফিল, রবিউল ও রফিকুলকে। পরপরই তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামের সাদেক আলীর ছেলে মনির হোসেন, গৌরচন্দ্রের ছেলে বিকাশ ও তিতুদহ গ্রামের আ. রহমানের ছেলে আল আমিন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে আলামিন, বিকাশ ও মনিরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে নগদ ১৭ হাজার টাকা ও ৩টি মোবাইলফোন। প্রায় ঘণ্টাব্যাপি ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। গ্রামবাসী টের পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই পালিয়ে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এএসআই সাজেদুল ইসলাম ও লিয়াকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। গ্রামবাসীকে সাথে নিয়ে ছিনতাইকারীচক্রের সদস্যদের গ্রেফতারে মাঠে নামলেও ফলাফল শূন্য। শেষ পর্যন্ত পুলিশ ছিনতাইকারীচক্রের কাউকে আটক করতে পারেনি। পরে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হোসেন ও ইন্সপেক্টর আমির আব্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। একই ইউনিয়নের হিজলগাড়ি-ছোটসলুয়া সড়কে হিজলগাড়ি বাজারের ওষুধ ব্যবসায়ী সেলিম রেজা অপহরণ ঘটনার ২৪ ঘণ্টা না পেরুতেই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র ২২ ঘণ্টার ব্যবধানে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ ব্যাপারে তিতুদহ ক্যাম্প ইনচার্জ সাজেদুল ইসলাম বলেছেন, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের জাল বিস্তার করা হয়েছে। দ্রুত ওই চক্রের সদস্যরা গ্রেফতার হবে।