দামুডহুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভিক্ষুকমুক্তকরণের লক্ষ্যে বিভিন্ন সেবা ও উপকরণ বিতরণ

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান  খলিলুর রহমান ভুট্টর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভিক্ষুকমুক্তকরণের লক্ষ্যে ৬৮ জন ভিক্ষুকের মাঝে বিভিন্ন সেবা ও উপকরণ বিতরণ করা হয়। ভিক্ষুকদের মাঝে ছাগল, মুরগি, চাল, চা, চিনি, কেটলি, ট্রে, মুড়ি, ভিজিডি কার্ডসহ বয়স্ক ভাতা কার্ডের সুবিধা ও নগদ টাকা প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। তিনি ভিক্ষুকদের পরবর্তীতে আর ভিক্ষা না করার শপথ করান। তিনি ভিক্ষাবৃত্তির ওপর খারাপ দিকগুলো তুলে ধরে ব্যাপক আলোচনা করেন। এ সময় উপস্থিত ভিক্ষুকরা আর ভিক্ষাবৃত্তি না করার অঙ্গীকার করেন। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শওকত আলী তরফদার, সম্পাদক নজীর আহম্মেদ, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস, যুবলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, আ.লীগ নেতা শওকত আলী ইউপি সদস্য মনি বিশ্বাস, মুকুল মণ্ডল, সিরাজুল ইসলাম, মন্টু, আশাদুল ইসলাম, নুর ইসলাম ভগু, আব্দুর রাজ্জাক, রহিমা খাতুন, গুলশান নাহার, রওশনারা, আসলাম আলী প্রমুখ।