দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মরণে আলোচনাসভা

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত দিয়েছিলেন সালাম, রফিক, শফিক, বরকত, জব্বার। তাদের রক্তের শৃঙ্খলমুক্ত হয়েছিলো দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা, বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিলো মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্যদিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে আলোচনাসভা কবিতা পাঠ নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নজরুল স্মৃতি সংসদ শিল্পী গোষ্ঠীর আয়োজনে সংগঠনে সভাপতি শ্রী রঘুনাথ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। উপস্থিত ছিলেন অগ্নিবীনা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্র, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শওকত আলী তরফদার, সম্পাদক নজির আহম্মেদ, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস, যুবলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিক পরিষদের সভাপতি এমএ জলিল, সাংবাদিক হাশেম রেজা। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ শিল্পী গোষ্ঠীর সম্পাদক ছাত্রনেতা কামরুজ্জামান রানা।