মেহেরপুরে সাবেক এমপি জয়নাল আবেদীনের ৬৪তম জন্মদিন পালন

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. জয়নাল আবেদীনের ৬৪তম জন্মদিন পালন উপলক্ষে মেহেরপুর কোর্ট রোডস্থ বার্ণ বার চার্চ প্রাঙ্গণে প্রীতি সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জন্মদিনের শুভেচ্ছা স্মারক ধ্রুবতারার মোড়ক উন্মোচন করা হয়। জয়নাল আবেদীনের নিকটতম স্বজনবর্গ ও জন্মজয়ন্তী উদযাপন পরিষদ গতকাল মঙ্গলবার রাত ৮টায় ওই অনুষ্ঠানের আয়োজন করেন।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জন্মজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ মো. গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান মধু, উপদেষ্টা আলহাজ আসকার আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদ, সাবেক পিপি অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা আবেদীন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, গাংনীর কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মুজিবনগর উপজেলার মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান বকুল প্রমুখ।
অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের উপস্থাপনায় বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, এএসপি আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রর, অ্যাড. আব্দুল মতিন খন্দকার ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুবলীগ নেতা মাহফিজুর রহমান মাহাবুব, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ এবং আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা। এর আগে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. জয়নাল আবেদীনকে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে সেখানে জন্মদিনের কেক কাটা হয়। সবশেষে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।