স্টার সম্মাননায় ভূষিত সম্পাদক সরদার আল আমিন অভিনন্দিত

চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া দৈনিক মাথাভাঙ্গা পেলো উৎসাহ

 

স্টাফ রিপোর্টার: ফেসবুক, সেলফোনে অভিনন্দনের পর অভিনন্দন। সকলেরই উৎসাহ জোগানোর মন্তব্য- দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন অবিরাম। এগিয়ে যাওয়া, এগিয়ে নেয়ারই অকৃত্রিম স্বীকৃতি ‘দি ডেইলি স্টার’ সম্মাননা। এ সম্মানে ভূষিত হওয়া সম্পাদক সরদার আল আমিনকে শুধু ফেসবুকে বা সেলফোনে নয়, ফুল দিয়ে সরাসরি অভিনন্দিত করা তো চলছে সপ্তাহজুড়েই।

গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ ঘটা করে ফুলের তোড়া দিয়েই শুধু নয়, শিশু আবৃত্তি শিল্পীরা আবৃত্তির মাধ্যমেও অভিনন্দিত করেন সরদার আল আমিনকে। দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে আবৃত্তি পর্ষদের সভাপতি গোলাম কবীর মুকুল, সহসভাপতি মালেকা হক মাখন ও একরামুল হক মুক্তা, সাধারণ সম্পাদক মরিয়ম শেলী, সাংগঠনিক সম্পাদক জামান আখতার, দফতর সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক তৌহিদ তুহিন, কার্য নির্বাহী সদস্য মেহেরাব্বিন সানভী আবৃত্তি শিল্পীদের সাথে নিয়ে হাজির হন। ফুল দিয়ে অভিনন্দিত করেন। কবিতা আবৃত্তি করে আফিয়া আনজুম প্রাচী, সানিয়া মাহজাবিন কোয়েল, মায়মুনা img_20170224_213110মাহনুর বুশরা, মুনতারিন রহমান প্রাপ্তি, জাবিবা বিনতে জহির, ফারিয়া হক, দেবলীনা দেবনাথ ও লাবণ্য বরণ করেন স্টার অ্যাওয়ার্ডে ভূষিত দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিনকে। অভিনন্দিত সরদার আল আমিন স্টার সম্মাননায় ভূষিত হওয়ার বর্ণনা দিতে গিয়ে কর্মজীবনে কতোটা সংগ্রাম করতে হয় তা যেমন তুলে ধরেন, তেমনই দি ডেইলি স্টারের আয়োজকরা কতোটা আন্তরিকতার সাথে ডেকে উড়োজাহাজে করে নিয়ে গেছেন তারও সংক্ষিপ্ত চিত্র মেলে ধরেন। এর আগে দি ডেইলি স্টার কর্তৃপক্ষের অ্যাওয়ার্ড নিয়ে চুয়াডাঙ্গায় ফিরলে দৈনিক মাথাভাঙ্গার মহাব্যবস্থাপক হাসান আখতার সিদ্দিক পিন্টুসহ বার্তা বিভাগ প্রধান ছড়াস¤্রাট আহাদ আলী মোল্লা, অপারেটর বিভাগ, প্রেসবিভাগের সকলেই ফুল দিয়ে অভিনন্দন জানান।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি দেশের প্রথম শ্রেণির দৈনিক দি ডেইলি স্টারের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিনসহ দেশের ২৫ গুণী সম্পাদককে সম্মানা প্রদান করা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ দেশবরেণ্য বহু গুণীর উপস্থিতিতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান রোকিয়া আফজাল রহমান। স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। img_20170222_201030ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রথম কাতারের বহু নেতা যেমন উপস্থিত ছিলেন, তেমনই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত কর্মকর্তারাও। পরদিন ২৩ ফেব্রুয়ারি ডেইলি স্টার কার্যালয়ের কনফারেন্স রুমে গুণী ২৫ সম্পাদককে নিয়ে গোলটেবিল বৈঠকে মিলিত হন স্টার সম্পাদক মাহফুজ আনাম ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ অনেকে।