চুয়াডাঙ্গার হিজলগাড়ি-গোলাপনগর সড়কের মোল্লাগাড়ি ব্রিজে ছিনতাইয়ের অভিযোগে পলাশ গ্রেফতার

 

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি-গোলাপনগর সড়কের মোল্লাগাড়ি ব্রিজে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহজনকভাবে বড়শলুয়া গ্রামের পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। গতপরশু বুধবার রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই লিটন গাজি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান উপজেলার তিতুদহ ইউনিয়নের            বড়সলুয়া গ্রামে। পুলিশ ওই গ্রামের জাহাঙ্গীরের ছেলে পলাশকে গ্রেফতার করে।

পুলিশ বলেছে, পলাশকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পলাশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পাওয়া গেছে কি-না তা জানা যায়নি। তবে গতকাল বৃহস্পতিবার পলাশকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে হিজলগাড়ি পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যারাতে চুয়াডাঙ্গার হিজলগাড়ি-গোলাপনগর সড়কের মোল্লাগাড়ি ব্রিজের ওপর গণছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা গরুব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ৩ জনকে করে মারধর। এ ছিনতাই ঘটনার পর থেকে ছিনতাইকারীচক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ জাল বিস্তার করেছে।