চুয়াডাঙ্গার ৪ থানার আরও ৮৯ জন মাদককারবারীর আত্মসমর্পণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী পুলিশি উদ্যোগ যেন গণজাগরণে রূপ নিয়েছে। জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেনের বেধে দেয়া আত্মসমর্পণের শেষ দিনেও পড়েছে ব্যাপক সাড়া। এদিনে ৪ উপজেলার মোট ৮৯ জন আত্মসমর্পণ করেছে। এ দিয়ে আত্মসমর্পণকারীর সংখ্যা দাঁড়ালো ৩৬১ জনে। পুলিশ বলেছে, এরা সকলেই জেলা পুলিশের তালিকাভুক্ত মাদককারবারী।

পুলিশের তরফে বলা হয়েছে, আত্মসমর্পণের ধারাবাহিকতায় ২ মার্চ চুয়াডাঙ্গা সদর থানার ৪৪ জন, আলমডাঙ্গা থানার ৮ জন, দামুড়হুদা থানার ২৫ জন এবং জীবননগর থানার ১২ জন মোট ৮৯ জন তালিকাভুক্ত মাদকব্যবসায়ী পুলিশ পার্কের কন্ফারেন্স কক্ষে হাজির হয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের নিকট আত্মসমর্পণ করে। এ সময় তারা অঙ্গীকার করেন যে, তারা আর কখনোই মাদকের অন্ধকার পথে ফিরে যাবে না। এ নিয়ে সর্বমোট আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীর সংখ্যা ৩৬১ জনে দাঁড়িয়েছে।

অপরদিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ এক বিজ্ঞপ্তিতে বলেছেন, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশ সুপারের ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যেই জেলার প্রায় ৫ শতাধিক মাদকসেবী ও ব্যবসায়ী জেলা পুলিশ সুপারের নিকট আত্মসমর্পণ করেছে। তারই অংশ হিসেবে আজ শুক্রবার বিকেল ৪টায় দামুড়হুদা মডেল থানা ও দর্শনা তদন্তকেন্দ্রের যৌথ উদ্যোগে দর্শনা দর্শন সিনেমা হলের সামনে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। বিশেষ অতিথি থাকবেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল আমির মজিদ, চুয়াডাঙ্গা পুলিশ সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ বেলায়েত হোসেন। সভাপতিত্ব করবেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। মাদকবিরোধী মাদকমুক্ত উপজেলা গড়তে সমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।