হেলিকপ্টারের বাণিজ্যিক ব্যবহার বাড়ছে

 

স্টাফ রিপোর্টার: দেশে বাণিজ্যিকভাবে হেলিকপ্টারের ব্যবহার বাড়ছে। এক সময় শুধু উচ্চবিত্তরা দ্রুত গন্তব্যে যেতে হেলিকপ্টার ব্যবহার করতেন। কিন্তু এখন জরুরি প্রয়োজন ছাড়াও আনন্দভ্রমণে এ বাহনটি ব্যবহার করছেন মধ্যবিত্তরা। এতে প্রতিনিয়ত বেসরকারিভাবে এ খাতটি আরও জমজমাট হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে হেলিকপ্টার ব্যবসার সাথে জড়িত রয়েছে ৯টি কোম্পানি। যারা সরকারের লাইসেন্স নিয়ে বাণিজ্যিকভাবে তা ব্যবহার করছে। এ সব প্রতিষ্ঠানের ১৮টি হেলিকপ্টার বর্তমানে যাত্রী বহন করছে। আর দেশে ১৯৯৯ সালে বেসরকারি উদ্যোগে প্রথম বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করে সাউথ এশিয়ান এয়ারলাইন্স। ২০০৮ সাল পর্যন্ত মাত্র ২টি বেসরকারি প্রতিষ্ঠান এ সেবা প্রদান করত। বর্তমানে লাইসেন্স পাওয়ার অপেক্ষায় আছে আরও বেশ কয়েকটি কোম্পানি।

হেলিকপ্টার ব্যবসায় জড়িতদের সাথে কথা বলে জানা গেছে, সাধারণত বিয়েবাড়ির বরযাত্রী, ভিআইপি যাত্রী বহনে হেলিকপ্টারের ব্যবহার বেশি হয়। এ ছাড়া জরুরি মিটিং, দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো, লিফলেট বিতরণ, রোগী বহন, শুটিং, লাশ বহনসহ বিভিন্ন কাজে এখন হেলিকপ্টারের ব্যবহার হচ্ছে। যানজটের ঝামেলা এড়াতে এবং ঢাকার বাইরে মিটিংয়ে যেতে অনেক ব্যবসায়ী এখন হেলিকপ্টার ব্যবহার করছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা সেলিব্রেটিরাও ঢাকার বাইরে দ্রুত যেতে হেলিকপ্টার বেছে নিচ্ছেন। গার্মেন্ট ব্যবসায়ীরা ঢাকার বাইরে গাজীপুর ও চট্টগ্রামে বিদেশি ক্রেতাদের নিয়ে কারখানা ভ্রমণের জন্য হেলিকপ্টারের ওপর নির্ভর করছেন।

জানা গেছে, দেশে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, যারা বাণিজ্যিকভাবে হেলিকপ্টার ভাড়া দেয়। এ সব হেলিকপ্টার সাধারণত তিন থেকে সাতজন যাত্রী পরিবহন করে। কোম্পানি ভেদে হেলিকপ্টার ভাড়ার তারতম্য রয়েছে। বুকিংয়ের সময় হেলিকপ্টারের মোট চার্জের ৫০ শতাংশ পরিশোধ করতে হবে। বাকি ৫০ শতাংশ পরিশোধ করতে হবে উড্ডয়নের আগে। হেলিকপ্টার উড্ডয়নের ৪৮ ঘণ্টা আগে সিভিল এভিয়েশনকে জানাতে হয়। কারণ হেলিকপ্টারের নির্দিষ্ট কোনো রুট নেই। এ কারণে কোনো হেলিকপ্টার আকাশে উড্ডয়ন করলে টাওয়ারকে প্রস্তুত রাখতে হয়, যাতে সহজে যোগাযোগ স্থাপন করা যায়। তবে জরুরি প্রয়োজনে ৫, ১০, ১৫ মিনিটের মধ্যেও অনুমতি দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেড তাদের বেল-৪০৭ মডেলের হেলিকপ্টারে প্রতি ঘণ্টার ভ্রমণমূল্য ১ লাখ টাকা, রবিনসন আর-৪৪ মডেলের হেলিকপ্টারে প্রতি ঘণ্টার মূল্য ৬০ হাজার টাকা। স্কয়ার এয়ার লিমিটেডের বেল-৪০৭ হেলিকপ্টারে প্রতি ঘণ্টার ভ্রমণমূল্য ১ লাখ ১৫ হাজার টাকা, রবিনসন আর-৬৬-এর প্রতি ঘণ্টার ভ্রমণমূল্য ৭৫ হাজার টাকা। সিকদার গ্রুপের বেল-৪০৭-এর ঘণ্টাপ্রতি ভ্রমণমূল্য ১ লাখ ১৫ হাজার টাকা, রবিনসন আর-৪-এর ৭২ হাজার টাকা। সে ক্ষেত্রে এ মূল্যের সাথে ১৫ শতাংশ ভ্যাট যোগ করতে হবে। এছাড়া হেলিকপ্টার ব্যবসার সাথে আরও জড়িত আছে সাউথ এশিয়ান এয়ারলাইন্স, ইমপ্রেস এভিয়েশন লিমিটেড, পারটেক্স এভিয়েশন, বিআরবি এয়ার লিমিটেড। এদিকে হেলিকপ্টার সেবা প্রতিষ্ঠানগুলো উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তদের আনন্দভ্রমণের জন্য এ বাহনটি ব্যবহারে সুযোগ করে দিয়েছেন।