দামুড়হুদায় ভুট্টা ও লাউ ফসলের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জৈব ও জৈবিক বালায় ব্যবস্থাপনা বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা কলেজ মাঠে ভুট্টা ও লাউ ফসলের ওপর ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চাষি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শ্রী নির্মল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, সোহারাব হোসেন, প্রমুখ। সভায় এলাকার কৃষাণ-কৃষাণীদের বিষমুক্ত সবজী (লাউ) উদপাদন সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান সহকারী আমিরুল হক পলাশ।