কুড়ুলগাছিতে নিরাপদ পানি সরবরাহের ট্যাংকের মূল্যবান জিনিসপত্র চুরি

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি সদাবরী মাঠে ২০০৪ সালে নির্মাণ জি ও বি প্রকল্পের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতর ঢাকা ও পল্লি উন্নয়ন একাডেমির ব্যাবস্থাপনায় গ্রামীণ সমিতি সদাবরী  ৩০ হাজার লিটার ধারণ ক্ষমতার বিশুদ্ধ পানির ট্যাংকটি দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকায় এখান কার মূল্যবান বেশ কিছু যন্ত্রপাতি গত রোববার রাতে চোরেরা চুরি করে নিয়ে গেছে। এর আগেও পানির ট্যাংকের ভেতরের মূল্যবান মোটর টি চুরি করে নিয়ে যায় চেরের দল। পানির ট্যাংকের সাথে গভীর নলকূপের ম্যানেজার রাশেদুজ্জামান কটা জানান, এর আগেও পানির ট্যাংকের ভেতরের মূল্যবান মোটরটি চুরি হয়ে যায়। আজ এসে দেখছি পাইপ কেটে যন্ত্রাংশ নিয়ে গেছে। এসব দামি দামি জিনিস দিনের পর দিন পড়ে থেকে অবহেলায় নষ্ট হচ্ছে। মাঝে মাঝেই চোর চক্র করছে চুরি। প্রকল্পটি চালু অথবা রক্ষনা ব্যাক্ষণের ব্যাবস্থা হওয়া জরুরি।