সেদিন তারেক রহমানকে হত্যার উদ্দেশে অমানবিক নির্যাতন করা হয়

বিএনপি সিনিয়র সহসভাপতি তারেক রহমানের কারাবন্দি দিবসের আলোচনাসভায় বক্তারা

 

স্টাফ রিপোর্টার: বিএনপি সিনিয়র সহসভাপতি তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস ছিলো গতকাল মঙ্গলবার। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনাসভায় বক্তারা বলেন, বলেন হাসিনার ষড়যন্ত্রে মইনুদ্দিন, ফখরুদ্দিনের নেতৃত্বে সেদিন তারেক রহমানকে হত্যার উদ্দেশে নির্মম ও অমানবিক নির্যাতন করা হয়। নির্যাতন করে তার মেরুদণ্ড ভেঙে দেয়া হয়। শুধু তারেক রহমানের মেরুদণ্ড ভাঙা হয়নি মেরুদণ্ড ভাঙা হয়েছে এদেশের মানুষের, যাতে এদেশের মানুষ মাজা সোজা করে দাঁড়াতে না পারে, তারেক রহমান সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে বাংলার মাটিতে ফিরে আসবেই।

জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির শেখপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য এম জেনারেল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন, রেজাউল করিম মুকুট, আবু জাফর মন্টু, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, ছাত্রদল নেতা লিমন ও মোস্তফা হাসান। সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি অ্যাড. ময়নুল হোসেন, পৌর বিএনপির যুগ্মসম্পাদক রবিউল ইসলাম লিটন, জেলা যুবদল নেতা ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, মোখলেছুজ্জামান মোখলেছ, আরিফুজামান পিন্টু, আজাদুল ইসলাম আজাদ, বকুল, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কালু, ছাত্রদল নেতা মিশর, তৌফিক, জুয়ের, সজিব, ফয়সাল, রানা, আব্দার, পিনু, মোমিন, নওয়াজ, ফিরোজ, মফি প্রমুখ।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেদারগঞ্জস্থ বিএনপি কার্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. এমএম শাহাজাহান মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপি সভাপতি আত্তরঙ্গজেব বেল্টু, সিনিয়র সহসভাপতি ইন্তাজ আলী, জেলা আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, আইনজীবী পরিষদের নেতা অ্যাড. হুমায়ন কবির মামুন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হারুনার রশিদ, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাহাবুব, আহ্বায়ক হাফেজ আনোয়ার, আলুকদিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একরামুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাজাহান খান। দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. আনোয়ার হোসেন।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রজব আলী সুপার মার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সাবেক ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক আবু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়ার সহসভাপতি রাফিতুল্লা মহলদার, থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির দফতর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদন আবু রায়হান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকারম হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান লিপ্টন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।

মেহেরপুর অফিস জানিয়েছে, দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাসার, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, বিএনপি নেতা আব্দুর রহিম প্রমুখ। মাসুদ অরুন তার বক্তব্যে বলেন- সরকারের গুম-খুন, মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃউদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন- তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় প্রহসনের বিচারের মাধ্যমে জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে।