উন্নয়নে নারীদের সমঅধিকার নিশ্চিত করতে হবে

জীবননগরে আন্তর্জাতিক নারী দিবসে বক্তরা
জীবননগর ব্যুরো: ‘নারী-পুরুষ সমতার উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব-কর্মে নতুন মাত্রা, এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার র‌্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পৃথকভাবে এ দিবস পালন করা হয়।
নারী দিবসের উন্নয়নে বক্তরা বলেন, আমাদের দেশের নারীরা এখনও নানা কুসংস্কারে নিমজ্জিত রয়েছে। দেশের উন্নয়নে নারীদের সমঅধিকার নিশ্চিত করতে হবে। সকালে শহরের বাসস্ট্যান্ডে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চা ও প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রেনুকা আক্তার রিতা, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার আবু সামস মো. রাজিবুল ইসলাম, সার্ভিস প্রমোটর হাফিজুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয়কারী নূঝাত পারভীন ও সীমান্ত নারী নেটওয়ার্ক সভাপতি নিলুফার ইয়াসমিন রাণী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। মানববন্ধন ও কর্মসূচিতে লোকমোর্চা, প্রবীণ কমিটি, সমৃদ্ধি ওয়ার্ড কমিটি ও সূর্যের হাসি ক্লিনিকের সদস্যসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রণ করেন।
অপরদিকে মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক উপজেলা শিশু নিকেতন প্রি-ক্যাডেট স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমা জাহান নিপার পরিচালনায় আলোচনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও পতœী উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী তাসলিমা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা মলিা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার ও নারী নেত্রী রিজিয়া বেগম।