চুয়াডাঙ্গায় স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা : চুয়াডাঙ্গাকে হারিয়ে দামুড়হুদা মডেল থানা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর থানাকে ৫১-১১ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে দামুড়হুদা মডেল থানা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর এই ৪ থানার মধ্যে দিনব্যাপি লিগভিত্তিক টুর্নামেন্ট শেষে বিকেলে দামুড়হুদা মডেল থানা এবং চুয়াডাঙ্গা সদর থানার মধ্যে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে দামুড়হুদা মডেল থানার খেলোয়াড়রা অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। চুয়াডাঙ্গা সদর থানার খেলোয়াড়রা দাঁড়াতেই পারেননি দামুড়হুদা মডেল থানার খেলোয়াড়দের সামনে। শেষমেষ দামুড়হুদা মডেল থানা ৫১-১১ পয়েন্টের বিশাল ব্যবধানে চুয়াডাঙ্গা সদর থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন দামুড়হুদা মডেল থানার খেলোয়াড় নাজিদুল। রেফারি ছিলেন ওবাইদুল হক জোয়ার্দ্দার, ফজলুল হক লোটন, ইসলাম রকিব, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু। খেলা শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার, পাপিয়া আকতার, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, টিআই আহসান হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. নুরনবী, দামুড়হুদা মডেল থানার এসআই মেজবাহুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওসি (ডিবি) মো. কামরুজ্জামান।