জীবননগর ধোপাখালীর ই¯্রাফিল ফেনসিডিলসহ র্যাবের হাতে আটক

জীবননগর ব্যুরো: র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প নিয়োমিত টহলদানকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার ধোপাখালীতে অভিযান চালিয়ে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ ই¯্র্রাফিল মোল্লাকে (৪৬) আটক করেছে। গতকাল শুক্রবার দুপুরে ধোপাখালী পুরাতন বিজিবি ক্যাম্পের সন্নিকট থেকে মোটরসাইকেলে যাওয়াকালে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত ই¯্রফিল মোল্লাকে গতকালই বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ জীবননগর থানাতে সোপর্দ করা হয়েছে।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পসূত্রে জানা গেছে, ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ ও স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়োমিত টহলে বের হন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার ধোপাখালী-সন্তোষপুর সড়কের ধোপাখালী পুরাতন বিজিবি ক্যাম্পের নিকট ওত পেতে বসে থাকেন। বেলা সোয়া ১টার দিকে ধোপাখালী পশ্চিমপাড়ার সিরাজুল মোল্লার ছেলে ই¯্রাফিল মোল্লা মোটরসাইকেলযোগে দ্রুত ওই স্থান ত্যাগ করাকালে তাকে আটক করেন। এসময় তার নিকট থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে র‌্যাব ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা দায়েরসহ গতকালই তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়।