দর্শনা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন : হায়দার সভাপতি সান্টু সাধারণ সম্পাদক নির্বাচিত

দর্শনা অফিস: শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আবারও সভাপতি পদে হায়দার আলী ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন আহমেদ সান্টু নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনা আলহেরা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোপন ব্যালোটের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা করেন নির্বাচন পরিচালনা পর্ষদ। দর্শনা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির ১৫টি পদের মধ্যে ৬টি পদে কোনো প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে বাকি ৯টি পদের বিপরীতে ২১ প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। দর্শনা বাসস্ট্যান্ডে প্রায় সাড়ে ৩শ ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও ভোটার সংখ্যা ছিলো ২২৯। ৪টি বুথে ভোট পোল হয়েছে ২২৬। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো স্বতঃস্ফূর্ত। এ নির্বাচনে সভাপতি পদে হায়দার আলী (মাছ) প্রতীকে ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী এহসানুল হক রানা (ছাতা) প্রতীকে পেয়েছেন ৯০ ভোট। বাতিল হয়েছে ১১ ভোট। সহসভাপতি পদে ওমর আলী (টিউবওয়েল) প্রতীকে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফিজুর রহমান মোহন (মই) প্রতীকে ৬৯ ভোট ও মোখছেদ আলী (চেয়ার) প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। বাতিল হয়েছে ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন আহমেদ সান্টু (আনারস) প্রতীকে ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফ উদ্দিন বাবু (চাঁদতারা) প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট। এ পদে ৭টি ভোট বাতিল হয়েছে। সহসাধারণ সম্পাদক পদে ওমর ফারুক (চাকা) প্রতীকে ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ১০২ ভোট। বাতিল হয়েছে ৩ ভোট। অর্থসম্পাদক পদে বিল্লাল হোসেন (ফুটবল) প্রতীকে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী (বালতি) ৭৫ ভোট ও হায়দার আলী (হাতি) প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট। বাতিল হয়েছে ৭ ভোট। সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান রহমান (তালাচাবী) প্রতীকে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ৬২ ভোট ও আব্দুল্লাহ আল মামুন (মোমবাতি) প্রতীকেও পেয়েছেন ৬২ ভোট। বাতিল হয়েছে ১১ ভোট। এ ছাড়া কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দফতর সম্পাদক পদে শহিদুল ইসলাম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সাংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন দাউদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হান্নান ও ৩ নং ওয়ার্ডের সদস্য পদে হাবিবুর রহমান। এছাড়া কমিটির ৪টি ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডে লিটন সরকার (মোরগ) প্রতীকে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী খাজা আলাউদ্দিন (হরিণ) প্রতীকে পেয়েছেন ১৬ ভোট। ২ নং ওয়ার্ডে ওয়াসিম হোসেন (মোরগ) প্রতীকে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী সানোয়ার হোসেন (হরিণ) প্রতীকে পেয়েছেন ১৭ ভোট। বাতিল হয়েছে ২ ভোট। ৪ নং ওয়ার্ডে আনিসুজ্জামান বেল্টু (মোরগ) প্রতীকে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মনি (হরিণ) প্রতিকে ১৯ ভোট পেয়েছেন। বাতিল হয়েছে ১ ভোট।
উল্লেখ্য, বিগত কমিটি ছিলো মনোনীত। ফলে এবার প্রথম দর্শনা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির নির্বাচন বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো। নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন হাজি আকমত আলী। কমিটির অন্যরা হলেন- সাবেক পৌর কমিশনার আব্দুল কুদ্দুস, সার ব্যবসায়ী হাজি নজরুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম, অ্যাড. সুজাউদ্দিন, আকবর আলী ও জাহিদুল ইসলাম।