বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি থাকলেও আজও গড়ে ওঠেনি পোলতাডাঙ্গা মাথাভাঙ্গা নদীর ব্রিজ

বাড়াদী প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার একটি বৃহত্তর উপজেলা আলমডাঙ্গা। আর এই উপজেলার মধ্যভাগ দিয়ে বয়ে গেছে প্রকৃতির দান এই মাথাভাঙ্গা নদী। তবে লক্ষ্য করলে দেখা যায় উপজেলার একটি বড় অংশ রয়ে গেছে নদীর পশ্চিম পাশে। যার কারণে নদীর পশ্চিম পাশের মানুষগুলো সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কোনো মানুষ অসুস্থ হলে অনেক পথ পাড়ি দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাওয়া লাগে। অথচ ৬-৮ কিলোমিটার দূরত্বের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না শুধুমাত্র একটি ব্রিজের জন্য। এছাড়াও রয়েছে আলমডাঙ্গা পশুহাট, কলেজ, কাঁচাবাজার, পোস্টঅফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগের একটি মাত্র মাধ্যম পোলতাডাঙ্গা নদীঘাট।
এ বিষয়ে পোলতাডাঙ্গা গ্রামের ছানোয়ার মেম্বারের সাথে কথা বললে তিনি জানান, এখানে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের আগে এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে আমরা এর কোনো প্রতিক্রিয়া দেখি না। তিনি আরও জানান, প্রতিনিয়ত জনসাধারণ এখানে নৌকা দিয়ে পারাপার হতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনায় পড়ে। দেশ যখন উন্নয়নের ছোঁয়ায় মুখরিত ঠিক সেই মুহূর্তে আলমডাঙ্গা উপজেলা মানুষের এখন একটাই চাওয়া আমরা কবে পাবো পোলতাডাঙ্গা মাথাভাঙ্গা নদীর ব্রিজটি?