আলমডাঙ্গায় ৩টি বোমাসহ ডাকাতি ও মাদকদ্রব্য মামলার আসামি টুটুল গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশের সফল অভিযানে ৩টি বোমাসহ গ্রেফতার করা হয়েছে ডাকাতি ও মাদকদ্রব্য মামলার আসামি টুটুলকে। গত শনিবার সন্ধ্যায় মোনাকষা গ্রামে কেরামবোর্ড খেলার সময় টুটুলকে পুলিশ আটক করে। আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে তার নিজ ঘর থেকে একটি ব্যাগের মধ্যে রাখা ৩টি বোমা উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার কালিদাসপুর উত্তরপাড়ার শহিদুল ইসলামের ছেলে টুটুল (৩০) ডাকাতি ও মাদকদ্রব্য মামলার আসামি। বেশ কয়েক বছর পূর্বে নাশকতা করার সময় নিজের হাতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে তার বাম হাত উড়ে যায়। এরপর সে বিভিন্ন সময় মাদকব্যবসার সাথে জড়িত ছিলো বলে এলাকাসূত্রে জানা যায়। পুলিশ জানিয়েছেন, ইতঃপূর্বে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া রোডের খালেকের ইটভাটায় ডাকাতি মামলার ১৬৪ ধারায় স্বীকারোক্তির মামলা রয়েছে। তাছাড়া উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমানের ওপর বোমা হামলার প্রাক্কালে নিজের হাতেই বোমা বিস্ফোরণে হাত উড়ে যাওয়া ঘটনায় মামলা, চুয়াডাঙ্গা থানায় একটি মাদকদ্রব্যের মামলা রয়েছে। গতকালই তাকে ডাকাতি, মাদকদ্রব্য ও ২টি বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।