এবার জেএস মাধ্যমিক বিদ্যালয়ে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুব্ধকরণ কর্মশালা

আলমডাঙ্গা ব্যুরো: স্কুল ও কলেজ শিক্ষার্থীদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়তে উৎসাহিত করতে শুদ্ধ সংস্কৃতিচর্চা কেন্দ্র এক মহতী কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার আলমডাঙ্গার জেএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষার্থিদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়তে বিশেষভাবে উৎসাহিত করা হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও সহকারী গ্রন্থাগারিককে বিশেষ ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে। জেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন শুদ্ধ সংষ্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহ আলম মন্টু, সহসম্পাদক পিন্টু রহমান, সাহিত্য সম্পাদক ডা. আতিকুর রহমান বিশ্বাস, সংগঠনটির কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক পলাশ আহমেদ, মোস্তাফিজ ফরায়েজী। জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, আশরাফুল আলম, বাবুল আক্তার, হেলাল উদ্দিন, ইলোরা বানু, জান্নাতুল ফেরদৌস, লাইব্রেরিয়ান মতিয়ার রহমান। এ বইপড়া কর্মসূচির মিডিয়া পার্টনার অনলাইন পত্রিকা সাম্প্রতিকী ডটকম।