গাংনীর অপহৃত কৃষক মোশারফের সন্ধান মেলেনি

 

গাংনী প্রতিনিধি: অপহরণের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মেহেরপুর গাংনীর চককল্যাণপুর গ্রামের কৃষক মোশারফ হোসেনের। পরিবারের সদস্যরা অজানা আশঙ্কায় সময় পার করছেন। পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা অব্যহত থাকলেও মিলছেন না কোনো রহস্য।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, অপহরকদের মারধরে আহত হয়েছিলেন মোশারফের সঙ্গীয় কৃষক আলফাজ উদ্দীন। গতকাল বৃহস্পতিবার চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তবে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য দেয় আলফাজ। অবশ্য সে তথ্যযাচাই করা হচ্ছে। অপরদিকে সম্ভাব্য কয়েকটি রহস্য ধরে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই এলাকার কয়েকজন আত্মগোপন করেছে। পুলিশের সন্দেহের তীর তাদের ওপরে থাকলেও অপহরণের কোনো যৌক্তিক কারণ এখনো সামনে আসেনি পরিবার ও পুলিশের কাছে। কি কারণে, কারা অপহরণ করতে পারে তা ভেবে পাচ্ছে না পরিবার। তবে জমি নিয়ে গ্রামের একজনের সাথে বিরোধের বিষয়টি ঘুরে ফিরে সামনে আসছে। এ বিষয়টিও পুলিশ আমলে নিয়ে তদন্ত করছে।

প্রসঙ্গত, বুধবার রাতে গ্রামের মাঠে ঘাস ক্ষেতে সেচ দেয়ার সময় দুর্বৃত্তরা হামলা করে। এতে আহত হন আলফাজ উদ্দীন। তাকে ফেলে রেখে সঙ্গীয় কৃষক মোশারফকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এখনো পর্যন্ত পরিবারের কাছে কোনো মুক্তিপণ দাবি করেনি কেউ। অপহরণের বিষয়টি নিয়ে এক প্রকার ধুম্রজাল সৃষ্টি হয়েছে।