চুয়াডাঙ্গার গড়াইটুপি ও নেহালপুরে পৃথক দুটি অগ্নিকাণ্ড : ৩টি পরিবারের ৪টি বসতঘর ভস্মীভুত : নগদ টাকাসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর এবং নেহালপুর ইউনিয়নের ডাক্তারপাড়ায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ৪টি বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এতে তিনটি পরিবারের প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। মাথাগোজার ঠাঁই হারিয়ে বর্তমানে পরিবার তিনটি মানবতের জীবনযাপন করছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর মাঝেরপাড়ার হুজুর আলী মণ্ডলের ছেলে চা দোকানি নিয়ামত আলীর বসতঘরে গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিদ্যুত শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় দুটি বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তাপমাত্র এতো বেশি ছিলো যে, ঘরে থাকা কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এমন কি ভাত খাওয়ার থালাটি পর্যন্ত অবশিষ্ট নেই। এতে নিয়ামত আলীর প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। অপরদিকে দুপুর আড়াইটার দিকে নেহালপুর ইউনিয়নের ডাক্তারপাড়ায় অগ্নিকাণ্ডে মৃত গোলাম ফকিরের স্ত্রী মোমেনা বেগম এবং মুনতাজ আলীর ছেলে চয়েন আলীর দুটি বসতঘর একটি মুদি দোকান আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এতে তাদের নগদ ২৮ হাজার টাকা, মুদিদোকানের মালামালসহ ঘরের সকল জিনিসপত্র পুড়ে যায়। মোমেনা এবং চয়নের প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। তবে অগ্নিকাণ্ডে সূত্রপাত সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি। বিষয়টির প্রতি মানবিক দৃষ্টি দেয়ার জন্য চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যসহ বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।