চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ পোল্ট্রিফার্মের ৩শ মুরগির গলা কেটে দিয়েছে বনবিড়াল : দিশেহারা মালিক

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ আনসার ক্যাম্প পাড়ার পোল্ট্রি খামারির পোল্ট্রি মুরগির ঘরে ঢুকে প্রায় ৩শ মুরগি কলা কেটে দিয়েছে। গতপরশু বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে। দিশেহারা হয়ে পড়েছে পোল্ট্রি ফার্মমালিক। এ ব্যাপারে পোল্ট্রি মুরগি খামারের মালিক শঙ্করচন্দ্র আনসার ক্যাম্পপাড়ার অলিল মণ্ডলের ছেলে মারুফ হাসান দলু জানান, লেখাপড়ার পাশাপাশি পোল্ট্রির খামার করে লেখাপড়ার খরচ পরিচালনা করে আসছিলেন। ১০ দিন আগে ৭শ মুরগির বাচ্চা কিনে এনে লালন পালন করা শুরু করে। গত বৃহস্পতিবার রাতে বনবিড়াল ফার্মের মধ্যে ঢুকে ৩শ মুরগি গলা কেটে দিয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ হাজার টাকা। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে বেকার যুবক মারুফ। তার এ ক্ষতি পূরণের জন্য শঙ্করচন্দ্র ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেছে মারুফ ও তার পরিবার।