বাড়ি ফেরা হলোনা ইভার : জীবননগর উথলীতে পাউয়ারটিলারের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী নিহত

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলীতে পাউয়ারটিলারের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী ইভা খাতুন (১৫) নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বাইসাইকেল নিয়ে তার আর বাড়ি ফেরা হলো না। ইভার এ মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার শোকে মুহ্যমান হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরের হরিশপুরের ইন্তাজুল ইসলামের মেয়ে ইভা জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। স্কুল ছুটির পর দুপুরে বাইসাকেলযোগে সে বাড়ি ফিরছিলো। উথলী-ডিঙ্গেদাহ সড়কের উথলী রুপির চারা বটগাছের নিকট পৌঁছুলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ভুট্টাবোঝাই পাউয়ারটিলার তাকে পিষ্ট করে। আহত ইভাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ইন্তাজুল ইসলামের দু ছেলে মেয়ের মধ্যে ইভা বড়। সে কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শ্রেণির একজন মেধাবী ছাত্রী ছিলো। উথলী বালিকা বিদ্যালয়ে লেখাপাড়ার মান সন্তোষজনক হওয়ায় কয়েক মাস আগে ইভা বিজ্ঞান বিভাগ নিয়ে উথলী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়। স্কুলে যাতায়াতের জন্য গত সপ্তাখানেক পূর্বে ইভাকে একটি বাইসাইকেল কিনে দেয়া হয়। বাইসাইকেল চালাতে দক্ষ হয়ে না ওঠায় সে দ্রুতগামীর ভুট্টাবোঝাই টিলারের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে টিলারটি তার মাথা ও পেটের ওপর দিয়ে চলে যায়। নিহত ইভার একমাত্র ভাই ইমন ৪র্থ শ্রেণির ছাত্র। তার এ করুণ মৃত্যুতে পরিবারটি শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছে তারা পিতা-মাতা। এদিকে নিহত ইভার ময়নাতদন্ত ছাড়াই তার পবিবার গতকালই সন্ধ্যায় তার দাফন সম্পন্ন করে বলে জানা গেছে।