জীবননগর গঙ্গাদাসপুরে গ্রাম ছাড়া পরিবারকে ফিরতে বাধা : খড়ির ঘরে আগুন দেয়ার অভিযোগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে ভূমিহীনপাড়ায় জোড়া হত্যাকাণ্ডের পর মামলা ও হামলার ভয়ে প্রায় শতাধিক পরিবার গত প্রায় ১৪ মাস ধরে বাড়ি ছাড়া। ভিটে ছাড়া জমি দাবিদার পরিবারের সদস্যরা গত শুক্রবার বাড়ি ফেরার চেষ্টা করলে তাদেরকে ভূমিহীন পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গ্রামে ঢুকতে বাধা প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও রাতে দুজনের বাড়ির খড়ি ও গোয়ালঘরে আগুন দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার পূর্বেই ঘর দুটি আগুনে ভস্মীভূত হয়। এ ঘটনায় মহিউদ্দিন বিষু বাদী হয়ে ভূমিহীন পরিবারের ২১ জনকে আসামি করে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরের ১১৬ বিঘা বিরোধপূর্ণ জমি বন্দোবস্ত নেয়া ভূমিহীন পরিবারের সাথে জমি দাবিদার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০১২ সালে জমি দাবিদার পরিবারের লোকজনের হামলা ও আক্রমণে বেশ কয়েকজন আহতসহ ভূমিহীন পরিবার বাড়ি ছাড়া হয়। হুইপ ছেলুন জোয়ার্দ্দারের হস্তক্ষেপে বাড়িছাড়া ভূমিহীন পরিবারের লোকজন ২০১৫ সালে বাড়ি ফেরে। গত বছরের ৪ জানুয়ারি জমি দাবিদার গ্রুপের লোকজন ভূমিহীন পরিবারের ওপর হামলা চালিয়ে দুজনকে হত্যা করে বলে অভিযোগ। এ হত্যাকাণ্ডের পর জমি দাবিদার গ্রুপের প্রায় ১শ পরিবার মামলা ও হামলার ভয়ে গ্রাম ছাড়ে। দীর্ঘ ১৪ মাস পরে মামলা নেয় এমন পরিবারের সদস্যরা গ্রামে ঢুকতে গেলে ভূমিহীন পরিবারের লোকজন দেশীয় অস্ত্র হাতে তাদেরকে গ্রামে ঢুকতে বাধা দেয় হয় বলে অভিযোগ। দিনে বাধা দেয়ার পর রাতে মহিউদ্দিন ওরফে বিষুর খড়ির ঘর ও ইন্তাজুলের রান্নাঘরে আগুন দেয়া হয় বলে থানাতে দায়েরকৃত অভিযোগ উল্লেখ করা হয়েছে।