চুয়াডাঙ্গার দোস্তগ্রামে রাস্তা নির্মাণকাজের চরম অনিয়ম

 

গ্রামবাসীর প্রতিরোধের মুখে কাজ বন্ধ

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের দোস্তগ্রামে রাস্তা নির্মাণকাজে চরম অনিয়মের কারণে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসী। চুয়াডাঙ্গা জেলা পরিষদ কর্তৃক ৩ লাখ টাকা বরাদ্দে দোস্ত গ্রামের বসতিপাড়ার ৩৬৫ ফুট রাস্তা হেরিংকরণের কাজের ঠিকাদারি পান চুয়াডাঙ্গার জনৈক ঠিকাদার। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত মঙ্গলবার রাস্তা নির্মাণকাজ শুরু করা হয়। গ্রামবাসী অভিযোগ করে বলেছে, নিম্নমানের বালু ফেললেও কতো নাম্বার ইট রাস্তায় পাতা হয়েছে তা শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানের সদস্যরাই জানে। গ্রামবাসী একাধিকবার নিম্নমানের ইট-বালি দিয়ে কাজ না করার অনুরোধ জানিয়ে কোনো সুফল না হওয়ায় বুধবার বাধ্য হয়েই কাজ বন্ধ করে দেয়া হয়। অভিযোগ খতিয়ে দেখার জন্য চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সুদৃষ্টি কামনা করেছে গ্রামবাসী।