চুয়াডাঙ্গায় শোভাযাত্রা আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে ভোরের ডাকের ২৬ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ভোরের ডাকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনাসভা ও কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান এগিয়ে থাকার জন্য পড়ুন। গতকাল শনিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর ভোরের ডাকের চুয়াডাঙ্গা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি মাহতাব উদ্দিন, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সাহান ও মাফলাকাতুর রহমান সাজু, জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ জিল্লু ও সাবেক সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রথম আলো’র চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি। সভায় বক্তারা ভোরের ডাকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, নানা প্রতিকলূতার মধ্যেও ২৬ বছর ধরে একটি পত্রিকা টিকে থাকা অবশ্যই সাফল্যের। এই সাফল্যের ধারাবাহিকতা চলুক বছরের পর বছর।