পূজারার ডাবল ও ঋদ্ধিমানের সেঞ্চুরিতে এগিয়ে ভারত

India's Lokesh Rahul plays a shot during the second day of their third test cricket match against Australia in Ranchi, India, Friday, March 17, 2017. (AP Photo/Aijaz Rahi)

 

মাথাভাঙ্গা মনিটর: চেতেশ্বর পূজারার ডাবল ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ১৫২ রানের লিড পেয়েছে ভারত। পূজারার ২০২ ও ঋদ্ধিমানের ১১৭ রানের কল্যাণে ৯ উইকেটে ৬০৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিলো ৪৫১। এরপর নিজেদের ইনিংসে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ২৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। ফলে ৮ উইকেট হাতে নিয়ে এখনো ১২৯ রানে পিছিয়ে রয়েছে অসিরা। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৬০ রান করেছিলো ভারত। ৪ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে তখনো ৯১ রানে পিছিয়ে ছিলো টিম ইন্ডিয়া। অসিদের স্কোর টপকে যাওয়া নির্ভর করছিলো পূজারার ব্যাটিং দৃঢ়তার ওপর। তার সঙ্গী ছিলেন ঋদ্ধিমান। পূজারা ১৩০ ও ঋদ্ধিমান ১৮ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়ার বোলারদের কপালে চিন্তার ভাঁজ শুধুই বাড়িয়েছেন। কারণ দু’জনের ব্যাটিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার রান টপকে বড় লিডের পথ তৈরি করে ফেলেন তারা। পাশাপাশি পূজারা তুলে নেন ডাবল-সেঞ্চুরি। থেমে থাকেননি ঋদ্ধিমান। টেস্ট ক্যারিয়ারের তৃতীয়বারের মতো তিন অঙ্কে পা দেন তিনি। ৫২৫ বল মোকাবেলায় ২১টি চারে ২০২ রানে থামেন পূজারা। আর ৮টি চার ও ১টি ছক্কায় ২৩৩ বলে ১১৭ রান করেন ঋদ্ধিমান। দলীয় ৫৪১ রানে পূজারা-ঋদ্ধিমানের বিদায়ের পর ভারতের স্কোর সামনের দিকে নিয়ে গেছেন রবীন্দ্র জাদেজা ও পেসার উমেশ যাদব। নবম উইকেটে ৫৪ রান যোগ করেন তারা। ব্যক্তিগত ১৬ রানে উমেশের বিদায়ের কিছুক্ষণ পরই ইনিংস ঘোষণা করে ভারত। ৫টি চার ও ২টি ছক্কায় ৫৫ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন জাদেজা। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৪টি ও স্টিভ ও’কেফি ৩টি উইকেট নেন। ১৫২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ২৩ রান করেছে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ১৪ ও নাইটওয়াচম্যান নাথান লিঁয় ২ রান করে জদেজার শিকার হন। ৭ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার ম্যাট রেনশ।