ঝিনাইদহে রেল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকার রোববার বেলা ১১টায় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে নাগরিক কমিটি। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ঝিনাইদহ পৌর সভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, উপাধ্যক্ষ এনএম শাহজালাল, নাগরিক কমিটির আহ্বায়ক ভাষা সৈনিক আমির হোসেন মালিতা, নন্দ দুলাল সাহা, ডা. হাসানুজ্জামান, অধ্যক্ষ সুব্রত মল্লিক, মানবাধিকার কর্মী শরিফা খাতুন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।

বৃটিশ আমলে ঝিনাইদহে রেল লাইন চালু ছিলো। ভারত বিভাগের পর স্বার্থান্বেষী মহলের কারণে তা বন্ধ হয়ে যায়। যে কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা স্থাপনে ঝিনাইদহ পিছিয়ে পড়েছে। ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই রেললাইন। ২০ লাখ মানুষের এই জেলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে পদ্মাসেতুর রেল লাইনের সাথে ঝিনাইদহকে যুক্ত করে যশোর থেকে ঝিনাইদহ হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইনের দাবি জেলাবাসীর। সে সময় বক্তারা, ঝিনাইদহ জেলাকে অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।