মিস্টার বিনের মৃত্যুর ভুয়া খবরে হইচই

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রিটিশ ধারাবাহিক ‘মিস্টার বিনে’র প্রধান চরিত্র মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের যেকোনো কর্মকাণ্ডই দর্শকদের হাসির খোরাক জোগায়। রোয়ান অ্যাটকিনসন নিজের চরিত্রের মধ্যদিয়ে এতোটাই খ্যাতি লাভ করেছেন যে, লোকে এখন তাকে মিস্টার বিন নামেই বেশি চেনেন। কিন্তু মজার এই লোকটির মৃত্যু নিয়ে বারবারই মিথ্যা খবর চাউর হয় অনলাইনে। গত ১৮ মার্চ একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে মিস্টার বিনের মৃত্যুর খবরটি ভাইরাল হয়ে যায়। ঐ টুইটারে বলা হয়, ‘ব্রেকিং নিউজ। ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন।’ প্রায় ৩ লাখ বার শেয়ার হওয়ার পর জানা যায়, খবরটি সম্পূর্ণ মিথ্যা। কিন্তু তার মধ্যেই মিস্টার বিনের ভক্তরা শোক প্রকাশ করতে শুরু করে দেন। মৃত্যুর সংবাদটি অনলাইনে ভাইরাল হয়ে যাওয়ার পর নিজেই নিজের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ৬২ বছর বয়সী রোয়ান অ্যাটকিনসন। এর আগে ২০১২ এবং ২০১৬ সালেও তার মৃত্যু নিয়ে একই ধরনের গুজব রটেছিলো। যদিও প্রথমবার সত্যিই গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন মিস্টার বিন।