দামুড়হুদার কোষাঘাটায় সরকারি জমিতে পাঁচিল নির্মাণ : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কোষাঘাটায় সরকারি রাস্তার জমি জবর-দখল করে পাঁচিল নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলেছেন, এলাকার চেয়ারম্যান মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের কথা অগ্রাহ্য করে অনেকটা গায়ের জোরে পাঁচিল নির্মাণ করছেন ঢাকায় বসবাসরত প্রভাবশালী আল মামুন কৌশিক। এ ঘটনায় এলাকার ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা কামনা করেছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দামুড়হুদার কোষাঘাটা গ্রামের রাস্তার ডানদিকে বাড়ির সীমানা পাঁচিল নির্মাণ করা হচ্ছে। এলাকার অধিকাংশ লোকজন বলেছেন, প্রায় ৩ ফিট সরকারি রাস্তার জায়গা জোরপূর্বক পাঁচিল দিয়ে ঘিরে নেয়া হচ্ছে। পাঁচিল নির্মাণকারী কৌশিক প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এছাড়া ওই পরিবাকে থেকে বলা হয় কৌশিক চ্যানেল ২১’র ডাইরেক্টর। তার হাত অনেক লম্বা। প্রশাসনের লোকজন তার কথায় ওঠে-বসে। তার কেউ কিছু করতে পারবে না। এ বিষয়ে অভিযুক্ত কৌশিকের মামাশ্বশুর ট্রাকচালক আল আমিন বলেছেন, আমার জানামতে নিজস্ব জমিতেই পাঁচিল নির্মাণ করা হচ্ছে। পাঁচিলটি যদি সরকারি রাস্তার জমিতে পড়ে তাহলে আমরা ভেঙে নেবো। জমির মালিক যেহেতু ঢাকায় আছে সেহেতু সে না আসা পর্যন্ত আমরা কোনো সমাধান দিতে পারবো না। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ।