পাখির বিয়ের আয়োজনে ময়নার জরিমানা

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁপুর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে পণ্ড হয়ে গেছে। বাল্যবিয়ের আয়োজন করায় কন্যার মাতাকে জরিমানা করা হয়েছে। উপজেলার বলুহর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামে সোমবার রাতে মাদরাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করেন তার অভিভাবকেরা। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম সংবাদ পাওয়ার পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানাসহ পুলিশ ফোর্স সাথে নিয়ে রাতেই বিদ্যাধরপুর গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে পণ্ড করে দেন। বিদ্যাধরপুর গ্রামের আসাদুল ইসলাম তার হরিন্দিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পাখির (১৩) বিয়ের আয়োজন করেছিলেন। বিয়ে বাড়িতে উপজেলা নির্বাহী অফিসারের আগমন টের পেয়ে পাখির পিতা আসাদুল ইসলাম গাঁঢাকা দেন। এ অবস্থায় নির্বাহী অফিসার শাম্মী ইসলাম বাল্যবিয়ের আয়োজনের দায়ে পাখির মা ময়না বিবিকে এক হাজার টাকা জরিমানা করেন।