মেহেরপুরের আমঝুপিতে স্বাধীনতা ও শিক্ষা মেলায় উপচে পড়া ভিড়

 

আমঝুপি প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, মান সম্মত শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম জোরদার ও শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের পরিধি নিশ্চিত করতে শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার সকাল ১০টায় মহান স্বাধীনতা ও শিক্ষা মেলার উদ্বোধন করা হয়। ডিএফআইডি’র সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক, গণসাক্ষরতা অভিযান ও আমঝুপি ইউনিয়ন পরিষদ যৌথভাবে দু’দিনব্যাপী এ মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আমঝুপি ইউপি চেয়ারম্যান ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন আহাম্মদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চা ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রফিকউল আলম, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, আমঝুপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর. দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি সুভাষ চন্দ্র গোলদার বলেন, এ ধরনের মেলার মাধ্যমে শিক্ষা সহায়ক উপকরণকে সবার কাছে পরিচিত করা সহজ হয়। তিনি ইউনিয়ন পর্যায়ে এ ধরনের মেলার আয়োজন করায় আয়োজনকারীদের অভিনন্দন জানান এবং বলেন ইউনিয়ন পর্যায়ে মেলার উদ্যোগ প্রশংসার দাবিদার। মেলায় আগত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ বিভিন্ন বিদ্যালয়ের ব্যবহৃত শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ ও প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ।