মেহেরপুর আমঝুপিতে শিক্ষা মেলা উদ্বোধনকালে ফরহাদ হোসেন দোদুল এমপি

 

শিক্ষা মেলা প্রতিটি গ্রামে আয়োজন করতে হবে

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর এক আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন শিক্ষার আলোকে আরো বেগবান করতে প্রতিটি গ্রামে গ্রামে শিক্ষা মেলার আয়োজন করতে হবে। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ২ দিনব্যাপী মহান স্বাধীনতা ও শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ডিএফআইডির সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক, গণসাক্ষরতা অভিযান ও আমঝুপি ইউনিয়ন পরিষদ যৌথভাবে দু দিনব্যাপী এ মেলার আয়োজন করে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন।  শতভাগ শিক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি ইউনিয়ন পর্যায়ে এ ধরনের শিক্ষা মেলার আয়োজন করায় আয়োজককারীদের তার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমঝুপি ইউপি চেয়ারম্যান ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন আহাম্মদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, মুজিবনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুরাদ হোসেন, বিশিষ্ট আলোচক সিরাজুল ইসলাম, মাস্টার শাশ্বত নিপ্পন ও জেলা লোকমোর্চা ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাংবাদিক রফিক-উল আলম।

এদিকে বেলা ৪টায়  ২ দিনব্যাপী শিক্ষা ও স্বাধীনতা  মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ট স্টল ও বিভিন্ন ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল। সমাপনী অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পিটিআই’র সুপার স্বপন কুমার বিশ্বাস, আমঝুপি বাবলিক ক্লাব ও রাইব্রেরির সাধরণ সম্পাদক মতিউল আশরাফ, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু, মেহেরপুর জেলা পরিষদের সদস্য খাজা নিজামউদ্দীন, মেলায় আগত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ বিভিন্ন বিদ্যালয়ের ব্যাবহিত শিক্ষা উপকরণ দিয়ে স্টল প্রদর্শনী করা হয়। ২১টি স্টলের মধ্যে গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টলটি প্রথম স্থান অধিকার করে।