চুয়াডাঙ্গা চণ্ডিপুর বুড়োপাড়ার ব্রিজটির পথ না পাওয়ায় কাজ বন্ধ : ভোগান্তিতে গ্রামবাসী

পাঁচমাইল প্রতিনিধি: অনেক জল্পনা-কল্পনার পর ব্রিজের অনুমোদন পাওয়া গেলেও এখন ব্রিজের কাজ বন্ধ হয়ে আছে। চুয়াডাঙ্গা পদ্মবিলা ইউনিয়নের চণ্ডিপুর বুড়োপাড়া গ্রামের মধ্যদিয়ে বয়ে গেছে নদী। দুই গ্রামের লোকজনের যাতায়াত কোনো ব্রিজ কিংবা রাস্তা নেই। এলাকাবাসীর যাতায়াতের কোনোরকম চলাচলের জন্য তৈরি করেছে বাঁশের সাকো। ভরা বর্ষা মরসুমের সময় বাঁশের ওপর হেঁটে জীবনকে বাজি রেখে দুই গ্রামের লোকজন যাতায়াত করতে হয়। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে শুরু হয় ব্রিজ নির্মাণের কাজ। কিন্তু দুঃখের বিষয় হলো ব্রিজ যেখান দিয়ে হবে সেখানে কোনো রাস্তার ব্যবস্থা নেই। যার ফলে ব্রিজটির কাজ বন্ধ আছে। চরম ভোগান্তিতে আছে দুই গ্রামের লোকজন। এই বিষয়ে কথা বলা হয় বুড়োপাড়া গ্রামের সোনা মিয়ার সাথে। তিনি বলেন, পথের অভাবে ব্রিজটি নির্মাণ হচ্ছে না। যদি ব্রিজ বরাবর যাদের জমি আছে তারা একটু জমি দিয়ে পথের ব্যবস্থা করতেন, তাহলে ব্রিজটি অতি শিগগিরই নির্মাণ শুরু হতো। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকতারা পুনরায় সঠিক তদন্ত করে ব্রিজটি পুনরায় নির্মাণের আশায় গ্রামবাসী।