কুষ্টিয়া সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে ২ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাতে চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০-আর সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেন বিএসএফ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর সীমান্তের ওপার ভারত ভূ-খণ্ড থেকে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। স্থানীয়রা জানান, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের বাদলের ছেলে রমজান আলী (২২) ও ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রাজন (২০) ভারতের কেরালায় যাওয়ার উদ্দেশে গত মঙ্গলবার দুপুরে উদয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ফরাজীপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে ক্যাম্পে নেয়। বিএসএফ’র হাতে বাংলাদেশি আটকের খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার আলাউদ্দিন তাদের ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র পাঠায়। পত্র পেয়ে রাতে চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০-আর সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার আলাউদ্দিন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্প ইনচার্জ এসআই সঞ্জয় কুমার। পতাকা বৈঠক শেষে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশিদের বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি ফেরত পাওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করে।