সত্যিই সততাকে সাধারণ মানুষ মূল্যায়ন করে

দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি সম্মেলনে সম্পাদনা পরিষদ

স্টাফ রিপোর্টার: পেশাগত উৎকর্ষতা মেলে ধরার মধ্যদিয়ে নিজেকে বা নিজেদের তুলে ধরতে হয়। অপসংস্কৃতি, কুসংস্কার, অপশাসন রুখার লক্ষ্যে অটুট থাকা শক্ত হলেও সততাকে সাধারণ মানুষ মূল্যায়ন করে। দৈনিক মাথাভাঙ্গা তারই অন্যতম উদাহরণ। গতকাল শুক্রবার দুপুরে দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনে সম্পাদনা পরিষদ এ মন্তব্য করে মাথাভাঙ্গার সকল সাংবাদিককে আরও বেশি বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

আগামী ১০ জুন দৈনিক মাথাভাঙ্গার ২৭ বছরে পদার্পণ। বর্ষবরণ উৎসব। নির্ধারিত দিনটি এবারও পবিত্র রমজানের মধ্যে। ফলে উৎসবে মেতে ওাঠার দিনটি কবে হওয়া উচিত? ঈদের পরে নাকি আগে? এ নিয়েও বিষদ আলোচনা হয় প্রতিনিধি সম্মেলনে। বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রধান প্রতিবেদক রফিকুল ইসলাম, জীবননগর ব্যুরো প্রধান মাহাবুবুর রহমান বাবু, আলমডাঙ্গা ব্যুরো প্রধান আতিয়ার রহমান মুকুল, উথলী প্রতিনিধি সালাউদ্দীন কাজল, ডিঙ্গেদহ প্রতিনিধি ইলিয়াস হোসেন, দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজু, সহকারী ব্যুরো হানিফ মণ্ডল, মেহেরপুর অফিস প্রধান মহাসীন আলী, গাংনী প্রতিনিধি মাজেদুল হক মানিক, দামুড়হুদা প্রতিনিধি বখতিয়ার হোসেন বকুল, মুজিবনগর প্রতিনিধি শেখ সফি, জামজামি প্রতিনিধি কেএ মান্নান তাদের মতামত উপস্থাপনের প্রেক্ষিতে মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন বিস্তারিত বর্ণনাসহ দিক নিদের্শনামূলক বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সম্মেলনের ইতি টানেন। তিনি বলেন, দৈনিক মাথাভাঙ্গার পাঠকরাই সাহস, আগ্রযাত্রায় পাথেয়। ফলে পাঠকদের প্রত্যাশা পূরণে মাথাভাঙ্গা পরিবারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সহকারী ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন, মুন্সিগঞ্জ প্রতিনিধি অনিক সাইফুল, ভালাইপুর প্রতিনিধি সাইদুর রহমান, সরোজঞ্জ প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, আসমানখালী প্রতিনিধি শাহাদৎ হোসেন লাভলু, পদ্মবিলা প্রতিনিধি সুজন মাহমুদ, পাঁচমাইল প্রতিনিধি হাবিব রহমান, আলুকদিয়া প্রতিনিধি মনির মাহমুদ, আমঝুপি প্রতিনিধি সাদ আহমেদ, বাজারগোপালপুর প্রতিনিধি মনজুরুল আলম ও হরিণাকুণ্ডু প্রতিনিধি মাহবুবু মুরশেদ শাহীন।