রোববার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

নানা কারণে আলোচিতদের নিয়েই চুয়াডাঙ্গা পৌর কলেজ কেন্দ্রের পরীক্ষা গ্রহণ কমিটি

স্টাফ রিপোর্টার: আগামীকাল ২ এপ্রিল রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। চুয়াডাঙ্গা পৌর কলেজে গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রাকটিক্যাল পরীক্ষা নিয়ে বাণিজ্য ও নম্বর কম দেয়ার অভিযোগ ওঠে। সে কারণে এ বছর পরীক্ষাগ্রহণে তিনটি কেন্দ্রে রদবদল করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নিয়মানুযায়ী এবছর চুয়াডাঙ্গা সরকারি কলেজের পরীক্ষার্থীরা সরকারি আদর্শ মহিলা কলেজে, সরকারি আদর্শ মহিলা কলেজের পরীক্ষার্থীরা পৌর কলেজে এবং পৌর কলেজের পরীক্ষার্থীরা চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এদিকে অভিযোগ উঠেছে পৌর কলেজ কর্তৃপক্ষ এ বছর পরীক্ষা গ্রহণের জন্য যে চারজন শিক্ষককে নিয়ে কমিটি গঠন করেছে, তাদের মধ্যে তিনজনই গতবছর কমিটিতে ছিলেন এবং তাদেরকে নিয়ে বিতর্ক রয়েছে। গত বছরের সবচেয়ে বিতর্কিত শিক্ষক শামীমা সুলতানাকে পরীক্ষা গ্রহণের বাইরে রাখা হলেও অন্য তিনজন শিক্ষক উচ্চত গণিত বিষয়ের শিক্ষক আজিজুল হক, জীববিজ্ঞানের মো. কামরুজ্জামান ও ব্যবসায়ী শিক্ষা (বিএম) শাখার মো. খসরুজ্জামানকে এবারও পরীক্ষাগ্রহণ কমিটিতে রাখা হয়েছে। এ বছর শামীমা সুলতানার পরিবর্তে যোগ করা হয়েছে, রসায়নের শিক্ষক জুলফিকার আলী।

অভিযোগ রয়েছে, ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও প্রাকটিক্যাল পরীক্ষা নিয়ে বাণিজ্যের অভিযোগে কলেজটিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে। ২০১৬ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ কর্তৃপক্ষ, এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তদন্ত শেষে পরীক্ষা কেন্দ্র রদবদল করেন। এ বছরও আলোচিত শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করায় অনেকে সুষ্ঠু পরীক্ষা গ্রহণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।