আলমডাঙ্গায় জাকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বণিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জাকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বণিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বণিক সমিতির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের পৌর মেয়র হাসান কাদির গনু। তিনি বলেন, আলমডাঙ্গার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন বণিক সমিতি দীর্ঘ ২৮ বছর ধরে তিল তিল করে বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে। ভাড়া ঘরে থেকে যাত্রা শুরু করলেও আজ তাদের নিজস্ব ত্রিতলা ভবন আছে। সদস্য সংখ্যা ৭১২ জন। বর্তমান বণিক সমিতির ফান্ডে ২০ লাখ টাকার অধিক নিজস্ব অর্থ জমা আছে। এই সংগঠনের অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত মনে হচ্ছে। যদিও আমি এই সংগঠনের সাথে জড়িত। প্রধান অতিথি সকলকে অনুরোধ করেন নিজেদের মধ্যে সহমর্মিতা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু, সাবেক সভাপতি আলহাজ রফিক মিয়া, আলহাজ সমশের মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পকো, আলমডাঙ্গা থানার এসআই মিজানুর রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান ও বণিক সমিতির সদস্য উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক।

শাহীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন- আলহাজ আহমেদ আলী, শফিকুল ইসলাম, এনামুল হক, হাফেজ মোতালেব হোসেন, সাবেক কোষাধ্যক্ষ আজিজার রহমান, আনোয়ার হোসেন, জিল্লুর রহমান ওল্টু, প্রিন্স, সাইফুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, রেজাউল হক, মাগরিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বণিক সমিতি গঠনের পর থেকে যে সমস্ত ব্যক্তি সভাপতি সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তাদের সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বর্তমান সভাপতি-সম্পাদককেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বণিক সমিতির সদস্য মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহমেদকে তৎকালীন পূর্বপাকিস্তানের পতাকায় আগুন দেয়ার জন্য অগ্নিসেনা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।