কার্পাসডাঙ্গায় পূর্বাশা পরিবহন ঢুকে পড়লো ফার্মেসিতে

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে পূর্বাশা পরিবহনের হেলপার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশাপাশি থাকা দুটি ফার্মেসির ওপর ধাক্কা লাগিয়ে দোকানঘর দুটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই ঘটনায় ফার্মেসি মালিক গুরুতর জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে কার্পাসডাঙ্গায় কবরস্থান মোড়ে বালিগর্ত নামক স্থানে পূর্বাশা পরিবহন দাঁড়ানো ছিলো; কিন্তু হঠাৎ করে গাড়ির হেলপার গাড়ি চালিয়ে দেয় ফার্মেসির ওপর দিয়ে। সাথে সাথে পাশাপাশি থাকা দুটি ফার্মেসি ভেঙে গুঁড়িয়ে যায়। একটি ফার্মেসির মালিক কার্পাসডাঙ্গা মাঝপাড়া মসজিদের ইমাম উপজেলার সাড়াবাড়িয়া গ্রামের আইনুদ্দিনের ছেলে মিজানুর ঘরের ভেতর আটকা পড়ে। স্থানীয় লোকজন তাকে ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ইসমাইল ফার্মেসিটি বন্ধ ছিলো তাই কোনো ক্ষতি হয়নি। ইসমাইল ফার্মেসির মালিক কার্পাসডাঙ্গা গ্রামের ইসমাইলের ছেলে শরিফ উদ্দিন। এদিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ পূর্বাশা পরিবহনটি আটক করে ফাঁড়িতে নিয়ে গেছে। কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই সুব্রত বিশ্বাস জানান, উত্তেজিত জনগণ হয়তো গাড়িটি ভাঙচুর করতে পারে সে জন্য গাড়িটি নিয়ে আসা হয়েছে।