দামুড়ুহদার বড়বলদিয়ায় হতাহত পরিবারের জামায়েতের আর্থিক সহায়তা প্রদান

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতেদর মাঝে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গঠনের নেতৃকর্মীরা। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে নেতাকর্মীরা হতাহত পরিবারের সদস্যদের খোঁজ নিতে যান। তারা নিহত প্রত্যেক পরিবারে সদস্যদের মাঝে নগদ ২৫ হাজার টাকা, ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি পিয়াজ ও ১ কেজি করে রসুন দেয়া হয়। এছাড়াও আহত পরিবারের সদস্যদের মাঝে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি পিয়াজ ও ১ কেজি করে রসুন দেন। বাড়ি বাড়ি ঘুরে ওইসব পরিবারের লোকজনের খোঁজখবর নেন। উপস্থিত ছিলেন জেলা জামায়েতে আমির আনোয়ারুল হক মালিক, নায়েবে আমির দামুড়হুদার উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, সেক্রেটারি রুহুল আমিন, সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা শিবির সভাপতি শরিফুল ইসলাম, দর্শনা পৌর জামায়েতের আমির মাহবুবুর রহমান টুকু, দামুড়হুদা থানা সেক্রেটারি দর্শনা পৌর সেক্রেটারি গোলজার হোসেন, মাও. আবুজার গিফারী, মাও. হাবিবুর রহমান, কুড়ুলগাছি ইউপি সাবেক চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, আবু বকর সিদ্দিক, মাও. সাইদুর রহমান মাহফুজুর রহমান, সাবিব আল হাসান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ মার্চ দামুড়হুদা উপজেলার জয়রামপুরে ট্রাক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ১৩ শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১২ শ্রমিক। আহতদের রাজশাহী মেডিকেলে ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় হতাহত সব শ্রমিকের বাড়ি বড়বলদিয়া গ্রামে।