আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে জোর পূর্বক কৃষকের ভুট্টা কেটে নেয়ার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের কৃষকের ১ বিঘা ভুট্টা ক্ষেত থেকে জোর পূর্বক ভুট্টা কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ১০টার দিকে গ্রামের মাঠ থেকে এ ভুট্টা কেটে নেয়া হয় বলে জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগসূত্রে জানা গেেছ, গতকাল রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের রোয়াকুলি গ্রামের রেলগেট পাড়ার মৃত রহমতের ছেলে ইসলামের ১ বিঘা জমির ভুট্টা ক্ষেত থেকে পূর্ব শত্রুতার জের ধরে ভুট্টা কেটে নিয়ে যায় প্রতিপক্ষরা।
ইসলাম অভিযোগ করে জানান, গত বছর গ্রামের রহমের ছেলে ইলিয়াছের কাছে থেকে ৫০ হাজার টাকায় জমি বন্দক নেয়। গতকাল গ্রামের মৃদ দাউদের ছেলে বাদল ও সহিদুল, তোতার ছেলে সোলিহিম, শহিদুলের ছেলে রাসেল, আইজালের ছেলে জিনা, সমসেরের ছেলে আসাদুল ও আতিয়ারের ছেলে জাহিদ জমিটি নিজেদের দাবি করে ক্ষেতের সম্পূর্ণ জমির ভুট্টা কেটে নিয়ে গেছে। এব্যাপারে জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন বলেন, এ সক্রান্ত বিষয়ে অভিযোগ পেয়েছি মীমাংসার প্রক্রিয়া চলছে।