মেহেরপুরে পুলিশের বার্ষিক সমাবেশে অতিরিক্ত আইজি : জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয় এটি বৈস্মিক সমস্যা

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অপারেশনস্) মোখলেসুর রহমান বিপিএম দাবি করেছেন, আইএস নিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে। দেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর পুলিশ লাইনে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, এটি বৈস্মিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, উন্নত অনেক দেশ জঙ্গি দমনে ব্যর্থ হচ্ছে। কিন্তু বাংলাদেশ জঙ্গি দমনে ব্যাপক সফলতা দেখিয়েছে। ভবিষ্যতে জঙ্গিবিরোধী এই তৎপরতা অব্যাহত থাকবে। এর আগে বিকেলে মেহেরপুর পুলিশ লাইন মাঠে ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল জ্বালিয়ে তিনি পুলিশের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়ানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ। এছাড়াও খুলনা বিভাগের ৯ জেলার পুলিশ সুপারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এদিকে এর আগে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদের নেতৃত্বে মহিলা পুলিশসহ পুলিশের ৫টি দল কুঁচকাওয়াজে অংশগ্রহণ করেন। এদিকে সকালে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অপারেশনস্) মোখলেসুর রহমান বিপিএম মুজিবনগর কমপ্লেক্স ও আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেন।