দামুড়হুদার কুড়ুলগাছি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

 

বিপু সাইফুল সভাপতি রিপন এবং সাঈদ সাধারণ সম্পাদক

দর্শনা অফিস: দামুড়হুদায় যুবলীগের সম্মেলন শুরু হয়েছে ২৮ মার্চ। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পর্যায়ের সম্মেলন। গত রোববার ও সোমবার যথাক্রমে কুড়ুলগাছি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত পরশু রোববার বিকালে কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর ও গতকাল সোমবার বিকেলে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। পারকৃষ্ণপুর-মদনার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. হান্নান ছোট। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, বরকত আলী, মুনতাজ আলী, যুবলীগ নেতা হযরত আলী, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, সোলায়মান কবির, ইকবাল হোসেন, মামুন শাহ, জিয়াউল হক, খায়রুল বাসার, হাবিবুর রহমান হাবি, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান মতি, আশরাফুল আলম বাবু, আব্দুস সালাম ভূট্রো, ছাত্রলীগ নেতা সাজেদুল ইসলাম রিংকু, রফিকুল ইসলাম ববি, আরিফ মল্লিক, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, কামরুজ্জামান লোমান, আলামিন প্রমুখ। পরে দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ ও যুগ্মসম্পাদক আ. হান্নান ছোট স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছেন। এ কমিটিতে সাইফুল ইসলাম সভাপতি, সাইদুর রহমান সাঈদ সাধারণ সম্পাদক ও আবু জুবায়ের পিয়ারকে সাংগঠনিক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে গতপরশু রোববার বিকেলে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। প্রধান বক্তা ছিলেন- চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ। যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বিপুর সভাপতিত্বে সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. হান্নান ছোট। বিশেষ অতিথি ছিলেন, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হোসেন, যুগ্মসম্পাদক সরোয়ার হোসেন, যুবলীগ নেতা হযরত আলী, শেখ আসলাম আলী তোতা, সোলায়মান কবির, ইকবাল হোসেন, মান্নান খান, আশরাফুল আলম বাবু, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম, হাসমত মাস্টার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, ছাত্রলীগ নেতা সাজু আহম্মেদ রিংকু, আরিফ মল্লিক, রফিকুল ইসলাম ববি, কামরুল হাসান লোমান, শরীফ আহম্মেদ প্রমুখ।

সম্মেলনে কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষা দেয়া না হলেও রাতে দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল কবির ইউসুফ ও যুগ্মআহ্বায়ক আ. হান্নান ছোট স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে ৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করা হয়েছে। এ কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বিপু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিপন ও সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।