মাশরাফির বিদায় মানি না : গাংনীতে মানববন্ধন

গাংনী প্রতিনিধি: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ‘ধ্রুবতারা’ মাশরাফি বিন মুর্তজা। তিনি এদেশের ক্রিকেটের জন্য যা দিয়েছেন তা চিরস্মরণীয়। ক্রিকেট জগতে উদীয়মান নবীন দলটিকে টেনে নিয়ে যাচ্ছেন অভিষ্ট লক্ষে। ঠিক এমন সময়ে এই মহানায়কের প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছে না দেশের কোটি কোটি দর্শক। মাশরাফি এখনও দেশের ক্রিকেটের জন্য আরো অনেক কিছু দিতে পারেন এমন প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করে তার অবসরে না যাওয়ার দাবি করেছেন মেহেরপুর গাংনীর তেরাইল ক্রিকেট ক্লাবের সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে তেরাইল কুঠিপাড়া সড়কে এক মানববন্ধনে উপস্থিত মাশরাফি ভক্তরা অবসরে না যাওয়ার দাবি জানিয়েছেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন তেরাইল ক্রিকেট ক্লাব সভাপতি নাইম উদ্দীন। উপস্থিত ছিলেন ক্লাব সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ‘মাশরাফি ভাইয়ের অবসরে যাওয়া মানি না মানবো না’ ব্যানারে লেখা এই দাবি নিয়ে মানববন্ধনে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন বয়সী ক্রিকেটভক্ত।