পরীক্ষাকেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর পকেট থেকে বের হলো গাঁজার পুটলি 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আলিম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দেয়ার সময় আওয়ালুল মুরছালীন নামের বিএম শাখার এক পরীক্ষার্থীকে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার মঞ্জুরুল ইসলামের ছেলে আওয়ালুল মুরছালীন নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল ৮ এপ্রিল আলমডাঙ্গা আলিম মাদরাসাকেন্দ্রে সে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পার্ট-২ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র পরিদর্শক আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হক পরীক্ষার্থী আওয়ালুল মুরছালীনের মানিব্যাগ তালাশ করে কাগজে মোড়ানো অবস্থায় এক পুটলি গাঁজা উদ্ধার করেন। ইমরুল হক বলেন, আওয়ালুল মুরছালীনের আচরণ সন্দেহজনক মনে হলে তার প্যান্টের পকেট এবং মানিব্যাগ তল্লাশি করি। মানিব্যাগ থেকে গাঁজা উদ্ধার করার বিষয়টি সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরীক্ষা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।