চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে ১০ দিনব্যাপী  বোশেখি মেলা অনুষ্ঠিত হচ্ছে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বোশেখি মেলা। আগামী ১৪ এপ্রিল শুক্রবার শহরের কোর্টপাড়ার ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ১০ দিনব্যাপী এ বোশেখি মেলা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে মেলা উপলক্ষে টিন দিয়ে বাউণ্ডারী ওয়াল ও গেট নির্মাণের প্রস্তুতির কাজ জোরেশোরে চলতে দেখা গেছে।

জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও বোশেখি মেলা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। চুয়াডাঙ্গা পৌরসভা কোর্টপাড়ার ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে বোশেখি মেলার প্রস্তুতি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে এখন চলছে মাঠের চারিদিকে টিন দিয়ে ঘিরে এলাকাটি কঠোর নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলতে উদ্যোগ নিয়েছে। চলছে বিশাল একটি গেট নির্মাণের প্রস্তুতি।

সংশ্লিষ্টরা জানান, মেলায় আগত দর্শকদের জন্য এবারও সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বোশেখি মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলা সফল করতে পৌরবাসীসহ সংশ্লিষ্ট সকলে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। ১০ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে বলেও  জানান তিনি।