চুয়াডাঙ্গায় মধ্যরাতে স্বস্তির বৃষ্টি

 স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় মধ্যরাতে অবশেষে দেখা দিলো স্বস্তির বৃষ্টি! প্রচণ্ড গরমে যখন চুয়াডাঙ্গাবাসির নাভিশ্বাস উঠেছে ঠিক তখনই স্বস্তি এনে দিল হঠাৎ বৃষ্টি। একদিকে ঝুমবৃষ্টি আর অন্যদিকে হিমেল বাতাসে যেন জুড়িয়ে যায় শরীর। এই বৃষ্টি দারুণ উপভোগও করেছেন চুয়াডাঙ্গাবাসী।বৃষ্টিতে চুয়াডাঙ্গার আবহাওয়াও কিছুটা শীতল হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিক থেকে চুয়াডাঙ্গার আকাশে কালো মেঘ জমতে শুরু করে। এর পর রাত পৌনে ৩টার দিকে বৃষ্টি নামতে শুরু করে।তবে মুহুর্তের মধ্যে চলে যায় বিদ্যুৎ। যার দেখা পাওয়া যায় সেই ভোরে।প্রচন্ড তাপদাহ আর গরমে বিপর্যস্থ অনেকে মধ্যরাতের সামান্য বৃষ্টিতে যেমন মনে মনে খুশি। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সর্বচ্চো তাপমাত্র ছিলো ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বচ্চো তাপমাত্র ছিলো যশোর ও রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।চুয়াডাঙ্গা সর্বনিন্ম তাপমাত্র ছিলো ২৪ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, গত এপ্রিল মাস জুড়ে চুয়াডাঙ্গায় প্রচন্ড তাপদাহ চলতে থাকে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।এরপর গত কয়েকদিনের তাপদাহের পর প্রথম বৃষ্টি নামে।